১২/১২/২০২৩ খ্রিঃ তারিখে বাপবিবোর্ড কর্তৃক Virtual Meeting-এর মাধ্যমে বাপবিবো'র অংশীজনদের (Stakeholder) সঙ্গে শুদ্ধাচার/উত্তমচর্চা বিষয়ক ২০২৩-২৪ অর্থ বছরের ২য় প্রান্তিকের সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন মোঃ হাসান মারুফ, সদস্য (প্রশাসন), বাপবিবোর্ড মহোদয় । উক্ত সভায় বাপবিবোর সকল দপ্তর/পরিদপ্তর/অফিস প্রধান, ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জিএম/জিএম, প্রতিটি পবিস হতে নির্বাচিত কমপক্ষে ২ জন গ্রাহক, বাপবিবোর তালিকাভুক্ত লাইন/পূর্ত নির্মাণ ঠিকাদার, পরিবহন ঠিকাদার, মালামাল সরবরাহকারী ও ব্যাংক/বীমা/আর্থিক প্রতিষ্ঠান-এর সম্মানীত প্রতিনিধীগণসহ বাপবিবো'র বিভিন্ন অংশীজন অংশগ্রহণ করেন ।