২০২৩-২৪ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির অন্তর্ভূক্ত আওতাধীন অফিসসূহের অংশগ্রহণে ন্যূনতম একটি ইনোভেশন শোকেসিং আয়োজন এবং শ্রেষ্ট উদ্ভাবনী উদ্যোগ নির্বাচন এর লক্ষ্যে গত ০৭/০৫/২০২৪ খ্রিঃ তারিখ রোজ মঙ্গলবার বাপবিবোর আওতাধীন অফিসসূহের অংশগ্রহণে বাপবিবোতে ইনোভেশন শোকেসিং ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী আয়োজিত ইনোভেশন শোকেসিং এ অংশগ্রহণকারী ৭ টি টিমের ইনোভেশন আইডিয়া প্রদর্শন করা হয়। চূড়ান্ত মুল্যায়ন কমিটির মূল্যায়নের ভিত্তিতে নিম্নের ৩ টি আইডিয়া যথাক্রমে ১ম, ২য়, ৩য় স্থান লাভ করেছে।
১। নিজস্ব প্রযুক্তিতে বোরিং গ্রাউন্ডিং মেশিন তৈরী ও ব্যবহার, বরিশাল পবিস -২।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব তপন কুমার গোলদার, সিনিয়র সিস্টেম এনালিস্ট (অতিরিক্ত দায়িত্ব), আইসিটি পরিদপ্তর, বাপবিবো। শোকেসিং এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাপবিবোর সদস্য (পরিকল্পনা ও উন্নয়ন) জনাব মোঃ আব্দুর রৌফ মিয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের সিস্টেম এনালিস্ট জনাব হুমায়ুন কবীর। এছাড়াও অন্যান্য কর্মকতারা উপস্থিত ছিলেন।