অদ্য শনিবার (২৩ নভেম্বর) গাজীপুরের মাওনায় বিদ্যুতায়িত হয়ে নিহত আইইউটি'র শিক্ষার্থী ও তাদের পরিবারের প্রতি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছে। এ ঘটনায় ইতোমধ্যে ৭জনকে সাময়িক বরখাস্ত করাসহ প্রকৃত কারণ ও দায়-দায়িত্ব নির্ধারণের লক্ষ্যে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।