বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) তে ‘আরইবি চ্যাম্পিয়ন্স ট্রফি ফুটবল টুর্নামেন্ট-২০২২’ অনুষ্ঠিত হয়েছে। উক্ত টুর্নামেন্টে অংশ গ্রহণের লক্ষ্যে ‘অদম্য আরইবি’, ‘শতভাগ আরইবি’, ‘অগ্রগামী আরইবি’ ও ‘আলোকিত আরইবি’ নামে গঠিত ০৪ (চার) টি ফুটবল দল অংশ গ্রহণ করে। প্রথম পর্বে ‘শতভাগ আরইবি’ দল ২-১ গোলের ব্যবধানে এবং পেনাল্টি শুট-আউটে ‘অদম্য আরইবি’ দল ৩-০ ব্যবধানে বিজয়ী হয়। নক-আউট পর্বে বিজয়ী দুই দলের মধ্যে অনুষ্ঠিত ফাইনালে হাড্ডা-হাড্ডি লড়াই শেষে ‘শতভাগ আরইবি’ দল ১-০ গোলের ব্যবধানে বিজয়ী হয়। টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা হন ‘শতভাগ আরইবি’ দলের রাশেদ এবং সেরা খেলোয়ার নির্বাচিত হন ‘অদম্য আরইবি’ দলের গোলরক্ষক শাহজালাল। ম্যাচ শেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন্স ট্রফি তুলে দেন আরইবি’র মাননীয় চেয়ারম্যান জনাব মোহাং সেলিম উদ্দিন। এছাড়া, অংশ গ্রহণকারী ৪টি দলের টিম ম্যানেজার, কোচ ও খেলোয়ারদের মেডেল পরিয়ে দেয়া হয়।