গত ২৩/০৫/২০২১ খ্রিঃ তারিখ বাপবিবোর্ডের অংশীজনদের সঙ্গে শুদ্ধাচার/উত্তমচর্চা বিষয়ক একটি সভা অনুষ্ঠিত হয়। ZOOM Apps-এর সাহয্যে Virtual Meeting এর মাধ্যমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সদস্য (প্রশাসন), বাপবিবোর্ড মহোদয়। উক্ত সভায় বাপবিবোর্ডের তালিকাভুক্ত লাইন/পূর্ত নির্মাণ ঠিকাদার, পরিবহন ঠিকাদার, মালামাল সরবরাহকারী ও ব্যাংক/বীমা/আর্থিক প্রতিষ্ঠান-এর সম্মানীত প্রতিনিধীগণ অংশগ্রহণ করেন ।