Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ অক্টোবর ২০১৯

সেন্ট্রালাইজড অনলাইন বিলিং/ভেন্ডিং ডাটা গেটওয়ে


প্রকাশন তারিখ : 2019-09-25

পল্লী বিদ্যুৎ গ্রাহকদের প্রি-পেইড মিটারের ভেন্ডিং কিংবা পোষ্ট পেইড মিটারের বিল প্রদানের জন্য এখন আর পল্লি বিদ্যুৎ অফিস প্রাঙ্গনে/ব্যাংকের বুথে গিয়ে লাইনে দাঁড়াতে হয় না। সেন্ট্রালাইজড অনলাইন বিলিং/ভেন্ডিং ডাটা গেটওয়েএর মাধ্যমে গ্রাহক ঘরে বসেই তাঁর মিটার রিচার্জ/বিল প্রদান করতে পারে।  রবি, গ্রামীনফোন, রকেট ইত্যাদির মোবাইল ওয়ালেট ব্যবহার করে গ্রাহক নিজের ফোন থেকে ভেন্ডিং/বিল প্রদান করার ফলে একদিকে যেমন সমিতির ভেন্ডিং ষ্টেশনে হ্রাস পেয়েছে অন্যদিকে গ্রাহক অসন্তোষ নেই বললেই চলে।  উল্লেখ্য,  মে’২০১৯ হতে চালু হওয়া ভেন্ডিং ডাটা গেটওয়ের ফলে প্রি-পেইড মিটারের প্রায় ৭৫ শতাংশ গ্রাহক উক্ত গেটওয়ের মাধ্যমে মিটার রিচার্জ করছে ।

সুবিধাসমূহঃ

  1. ভেন্ডিং/বিল প্রদানের জন্য লাইনে দাঁড়ানোর ভোগান্তি নাই।
  2. গ্রাহকদের মুল্যবান সময়ের অপচয় হচ্ছেনা।
  3. ডিজিটাল পদ্ধতিতে সম্পুর্ণ কার্যক্রমটি পরিচালিত হওয়ায় গ্রাহক ঘরে বসেই রিচার্জ/বিল প্রদান করতে পারছে।