Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২২nd এপ্রিল ২০২৫

বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার সাথে জড়িত সকলকে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের ধন্যবাদ জ্ঞাপন


প্রকাশন তারিখ : 2025-04-21

পবিত্র রমজান মাস জুড়ে দেশব্যাপী নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের “অন্তবর্তীকালীন সরকার” এর মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডসহ অন্যান্য বিদ্যুৎ বিতরণ প্রতিষ্ঠানকে ২০/০৪/২০২৫ খ্রি. তারিখে তাঁর সরকারি বাসভবন যমুনায় ধন্যবাদ জ্ঞাপন করেছেন। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের এই সম্মানে সর্ববৃহৎ বিদ্যুৎ বিতরণ কার্যক্রমের সাথে সম্পৃক্ত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এই অর্জন সকলের অর্জন।

আমাদের সম্পদ সীমিত। এই সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার জন্য বিদ্যুতের অপচয় রোধে গ্রাহকপ্রান্তে বিদ্যুৎ সাশ্রয়ের গুরুত্ব ও বিদ্যুৎ উৎপাদনের চ্যালেঞ্জ বিষয়ে দেশব্যাপী মসজিদে মসজিদে খুৎবা প্রচার করা হয়েছে। এছাড়াও নিরাপদ বিদ্যুৎ ব্যবহার নিশ্চিতকরণের লক্ষ্যে বিদ্যুৎ ব্যবহারে সচেতনতা বৃদ্ধির জন্য সমগ্র দেশে লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়েছে। সম্মানিত গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আমাদের নৈতিক ও পেশাগত দায়িত্ব। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও ৮০টি পবিস’র সকল পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীদের ঐকান্তিক প্রচেষ্ঠায় এ সাফল্য অর্জিত হয়েছে। নিরাপদ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণের এই ধারাবাহিকতা অক্ষুন্ন রাখার জন্য বিআরইবি ও পবিস পরিবারের সকল কর্মকর্তা/কর্মচারীদের উদাত্ত আহ্বান জানিয়েছেন বিআরইবি’র চেয়ারম্যান মহোদয়।  

বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার সাথে জড়িত সকলকে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের ধন্যবাদ জ্ঞাপন