Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১st মার্চ ২০২০

আরইবি’র উদ্যোগে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২০ অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2020-03-01

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো) এর ক্রীড়া ও সংস্কৃতি কল্যাণ পরিষদ (ক্রীসকপ) এর উদ্যোগে গত ২৯/০২/২০২০ খ্রিঃ শনিবার রাজধানীর পানি উন্নয়ন বোর্ড, বনানী মাঠে আরইবি’র কর্মকর্তা/কর্মচারীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২০। সকাল ৯:০০ ঘটিকায় এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন আরইবি চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন (অবঃ)। এতে ‘অদম্য আরইবি’, ‘উন্নয়নে আরইবি’, ‘গ্রাহক সেবায় আরইবি’ ও ‘শতভাগ বিদ্যুতায়িত আরইবি’ নামে ০৪টি দল অংশগ্রহণ করে। নক আউট পদ্ধতির এ টুর্নামেন্টে ০৩টি ম্যাচ অনুষ্ঠিত হয়। তুমুল প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ নক-আউট পর্বের বাধা পার হয়ে ফাইনাল ম্যাচ খেলার গৌরব অর্জন করে ‘অদম্য আরইবি’ ও ‘উন্নয়নে আরইবি’। ফাইনাল ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ১০ ওভারে ০৪ উইকেট হারিয়ে ৯৯ রান করে ‘অদম্য আরইবি’ দল। ১০০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ০২ উইকেট হারিয়ে ৯৮ রান করতে সক্ষম হয় ‘উন্নয়নে আরইবি’ দল। ‘অদম্য আরইবি’ দল মাত্র ০১ রানে ‘উন্নয়নে আরইবি’ দলকে হারিয়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। ম্যান অব দ্যা ফাইনাল হন আবু লাঈস মোঃ মাহমুদুর রহমান, সেরা ব্যাটসম্যান নূরে আলম এবং সেরা বোলার মোঃ আলাউদ্দিন। টুর্নামেন্ট শেষে আরইবি’র উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন। প্রীতি টুর্নামেন্টে সরকারের অতিরিক্ত সচিব ও সদস্য (প্রশাসন) আবুল কালাম শামসুদ্দিন এবং যুগ্ম সচিব ও সদস্য (অর্থ) জনাব সানজিদা সোবহান এবং আরইবি’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীসহ বিপুল সংখ্যক দর্শক মাঠে উপস্থিত থেকে এ টুর্নামেন্ট উপভোগ করেন। 

আরইবি’র প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন (অবঃ)