'সকল ত্যাগে পল্লী বিদ্যুৎ রাখিব সচল’ মূলমন্ত্র ও দেশপ্রেমে উদ্ধুদ্ধ হয়ে সারাদেশে কাজ শুরু করেছে ‘দুর্যোগে আলোর গেরিলা’। করোনা ভাইরাসের সংক্রমণ, গ্রীষ্মের তাপদাহ, মাহে রমজান এবং ঝড়-বৃষ্টির সময়ে বিদ্যুৎ বিভ্রাট দ্রুত নিরসনের জন্য "সকল ত্যাগে পল্লী বিদ্যুৎ রাখিব সচল" মূলমন্ত্র ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমাদের উদ্ভাবনী উদ্যোগ "দুর্যোগে আলোর গেরিলা"। যেকোন পরিস্থিতিতে সকল গ্রাহককে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করায় আমাদের লক্ষ্য।