Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২২nd সেপ্টেম্বর ২০১৯

গ্রাহক সচেনতার লক্ষ্যে গোপালগঞ্জ পবিস এর উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2019-09-22

গত ১৯ সেপ্টেম্বর গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে গ্রাহক সচেতনতার লক্ষ্যে উঠান বৈঠকের আয়োজন করা হয়। গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ভৌগলিক এলাকায় (সকল উপজেলায়) ৫০টি টিমের মাধ্যমে একই দিনে ২৫০টি উঠান বৈঠকের আয়োজন করে। উঠান বৈঠকের উদ্বোধন করেন গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার জনাব মোঃ সাইফুল ইসলাম। এতে অংশগ্রহণ করেন গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সকল পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ। উঠান বৈঠক এ বৈদ্যুতিক দুর্ঘটনা স্ট্যান্ডার্ড মানের ওয়্যারিংকরণ, দালাল প্রতিরোধ, ঘুষ প্রদান না করার বিষয়ে গ্রাহককে সচেতন করা হয়। এছাড়া পার্শ্ব সংযোগ, হুকিং এর মাধ্যমে বিদ্যুৎ চুরি, ট্রান্সফরমার ও তার চুরি প্রতিরোধ, নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ, রাইট অব ওয়ে নিরসনে সহযোগিতা এবং বিদ্যুৎ বিভ্রাট নিরসনে পরস্পরের সহযোগিতার আলোচনা করা হয়। এছাড়া সেবার মান উন্নয়নে গ্রাহকের সাথে মতবিনিময় করা হয়।

গত ১৯ সেপ্টেম্বর গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে গ্রাহক সচেতনতার লক্ষ্যে উঠান বৈঠকের একাংশ