Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ সেপ্টেম্বর ২০১৯

১১ সেপ্টেম্বর, ২০১৯ খ্রিঃ তারিখে ১০ টি উপজেলার শতভাগ বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।


প্রকাশন তারিখ : 2019-09-12

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে গত ১১ সেপ্টেম্বর, ২০১৯ খ্রিঃ তারিখে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে  (দিনাজপুর পবিস-২, চাঁদপুর পবিস-২, জয়পুরহাট পবিস, রাজশাহী পবিস, নারায়ণগঞ্জ পবিস-২, ঠাকুরগাঁও পবিস, নোয়াখালী পবিস ও মুন্সিগঞ্জ পবিস এর আওতাধীন) দশটি উপজেলা- দিনাজপুরের ঘোড়াঘাট, চাঁদপুরের মতলব দক্ষিণ ও জয়পুরহাটের সদর, পাঁচবিবি ও আক্কেলপুর, রাজশাহীর পবা, নারায়নগঞ্জের সদর ও রুপগঞ্জ, ঠাকুরগাঁয়ের হরিপুর ও নোয়াখালীর কোম্পানিগঞ্জ শতভাগ বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করেন। উল্লেখিত ১০ টি উপজেলাসহ এ পর্যন্ত মোট ২১১ টি উপজেলা মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়েছে এবং উদ্বোধনের অপেক্ষায় রয়েছে ১২৮ টি উপজেলা। বর্তমানে দেশের মোট ৩৩৯টি উপজেলা শতভাগ বিদ্যুতায়নের আওতায় এসেছে।