Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ August ২০২৩

পল্লী বিদ্যুতে জাতীয় শোক দিবস পালন ও রক্তদান কর্মসূচি


প্রকাশন তারিখ : 2023-08-15

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী এবং ‘জাতীয় শোক দিবস-২০২৩’ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো) ও এর আওতাধীন ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতিসহ (পবিস) সকল অফিসে পালন করা হয়। দিনের শুরুতেই বাপবিবো ও পবিসের আওতাধীন সকল দপ্তর/স্থাপনায় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

সকাল ০৯.৩০ টায় বাপবিবো’র চেয়ারম্যান মহোদয়ের নেতৃত্বে বাপবিবো’র সকল স্তরের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ সদর দপ্তর ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। সকাল ০৯:৪৫ ঘটিকায় বাপবিবো’র ব্রিগেডিয়ার সবিহ্উদ্দিন আহমেদ হলে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাপবিবো’র সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাং সেলিম উদ্দিন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সদস্য (অর্থ) জনাব দীপংকর বিশ্বাস। এছাড়াও সদস্য(প্রশাসন) জনাব মো: হাসান মারুফ এবং সদস্য(বিতরণ ও পরিচালন) জনাব দেবাশীষ চক্রবর্তী ও অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তাগণ বঙ্গবন্ধুর জীবনের উপর আলোকপাত করেন। স্বাধীন বাংলাদেশের সৃষ্টির পেছনে তাঁর অবিসংবাদিত ভূমিকা ও স্বাধীনতা পরবর্তী দেশ গঠনে তাঁর অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। বক্তারা বলেন, স্বাধীন বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থার গুরুত্ব অনুধাবনপূর্বক বঙ্গবন্ধু  বাংলাদেশ সংবিধানের ১৬ নং অনুচ্ছেদে গ্রামাঞ্চলে বিদ্যুৎ ব্যবস্থার বিষয়টি অন্তর্ভূক্ত করেন এবং পল্লী এলাকায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা সম্প্রসারণের বিশেষ গুরুত্ব দেন।  এজন্য একটি মাস্টার প্লান তৈরি করেন যার ফলশ্রুতিতে পরবর্তীতে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড গঠিত হয়। বঙ্গবন্ধুর সেই চেতনাকে ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রী শতভাগ বিদ্যুতায়নের ঘোষণা দেন এবং ২০২১ সালের মধ্যে বাংলাদেশে শতভাগ বিদ্যুতায়ন করা হয়। বক্তাগণ বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ও ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গঠনের লক্ষ্যমাত্রা অর্জনে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

বেলা ১২.০০ টায় চেয়ারম্যান মহোদয়ের নেতৃত্বে বাপবিবো’র উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ধানমন্ডির ৩২নং সড়কের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

বাপবিবোর্ডের মসজিদে বাদ যোহর ১৫ আগস্টে শাহাদাত বরণকারী বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যসহ সকলের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এছাড়াও, জাতীয় শোক দিবস পালন উপলক্ষে বাপবিবোর্ডের ক্রীড়া, সংস্কৃতি ও কল্যাণ পরিষদ (ক্রীসকপ) এর উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।

চেয়ারম্যান মহোদয়ের নেতৃত্বে বাপবিবো’র সকল স্তরের কর্মকর্তাকর্মচারীবৃন্দ সদর দপ্তর ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ
চেয়ারম্যান মহোদয়ের নেতৃত্বে বাপবিবো’র উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ধানমন্ডির ৩২নং সড়কের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ
স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী
জাতীয় শোক দিবস ২০২৩ এর আলোচনা সভা