Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ মার্চ ২০২০

বাপবিবোতে আর্ন্তজাতিক নারী দিবস-২০২০ ও WePOWER বিষয়ক কর্মশালা


প্রকাশন তারিখ : 2020-03-09
০৮ই মার্চ, ২০২০ এ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে আর্ন্তজাতিক নারী দিবস-২০২০ উপলক্ষ্যে বাপবিবোর্ড/সকল পবিস-এ কর্মরত নারী কর্মকর্তা/ কর্মচারীদের কর্মক্ষেত্রে অধিকতর অংশগ্রহণ নিশ্চিতকরণ সংক্রান্ত একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল মঈন উদ্দিন (অবঃ), চেয়ারম্যান, বাপবিবো। কর্মশালায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে কর্মরত নারীদের সুযোগ-সুবিধা, কর্মদক্ষতা বৃদ্ধি, মতামত প্রকাশ করার সাহসিকতা, সকল পরিস্থিতিতে চ্যালেঞ্জ গ্রহণের মনোভাব গড়ে তোলা ইত্যাদি বিষয়ে আলোচনা হয় এবং অংশগ্রহণকারী নারী কর্মকর্তা/ কর্মচারীদের জিজ্ঞাসার জবাব দেয়া হয়। উল্লেখ্য, নারীর ক্ষমতায়নে ও কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বৃদ্ধিতে বাপবিবোর্ডে নারী কর্মকর্তা/ কর্মচারীদের জন্য ডে-কেয়ার সেন্টার স্থাপন করা হয়েছে। সকল পবিসে ডে-কেয়ার সেন্টার স্থাপন করার কার্যক্রম চলমান রয়েছে।