Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৩ August ২০১৮

ডিজিএম সম্মেলনে মাঠ পর্যায়ে দুর্নীতি বন্ধে বাপবিবো চেয়ারম্যানের কঠোর নির্দেশ


প্রকাশন তারিখ : 2018-08-13

গত ১১-০৮-২০১৮ ইং তারিখ সকাল ০৮.০০ ঘটিকায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদর দপ্তরে বাপবিবোর্ডের ডিজিএম সম্মেলন-২০১৮ অনুষ্ঠিত হয়। সম্মেলনে বাপবিবোর্ডের আওতাধীন ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির তিন শতাধিক ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) সহ বাপবিবোর্ডের মাঠ পর্যায়ের তত্ত্বাবধায়ক  প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলীগণ সম্মেলনে উপস্থিত ছিলেন। সম্মেলনে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মাননীয় চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন (অবঃ) প্রধান অতিথির বক্তব্যে সকল ডিজিএমগণের উদ্দেশ্যে ঘুষ, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে মাঠ পর্যায়ে গ্রাহক বান্ধব সেবা নিশ্চিতকল্পে কঠোর নির্দেশনা প্রদান করেন। মাঠ পর্যায়ের নির্বাহী প্রকৌশলী ও তত্ত্বাবধায়ক প্রকৌশলীগণকে ডিজিএমগণকে সহায়তার জন্য আহবান জানান। সম্মেলনের প্রতিপাদ্য বিষয়-“হয়রানিমুক্ত বিদ্যুতের অঙ্গীকার” বাস্তবায়নের জন্য বাপবিবো চেয়ারম্যান ডিজিএমগণকে গ্রাহককে কোন প্রকার হয়রানি না করার নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, এডিপি শতভাগ বাস্তবায়ন করায় আরইবি বিদ্যুৎ বিভাগের মধ্যে সেরা প্রতিষ্ঠানের স্বীকৃতি লাভ করেছে। এ অর্জন আমাদের সকলকে ধরে রাখতে হবে। বিচ্ছিন্ন ঘটনার কারণে বাপবিবোর্ডের বিগত দিনের অর্জিত সফলতা প্রশ্নবিদ্ধ হতে দেওয়া যাবে না। তিনি বলেন, সততার জন্য ইতোমধ্যে আরইবি অনেক কর্মকর্তা/কর্মচারীকে পুরস্কৃত করেছে। তিনি বলেন, উত্তম কাজের জন্য মাননীয় প্রধানমন্ত্রী আরইবি’র প্রশংসা করেছেন। সুতরাং এ বিশাল অর্জনকে সেবা প্রদানের মাধ্যমে দেশবাসীকে অবহিত করতে হবে। সরকার আরইবিকে বিপুল পরিমাণ অর্থ দেওয়ার কারণে মালামালের কোন ঘাটতি নেই। যেসব জায়গায় লাইন নির্মান করা হয়েছে সেখানে দ্রুত বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য ডিজিএমগণকে নির্দেশনা প্রদান করেন। বেশ কয়েকটি পবিস-এ সিস্টেম লস বৃদ্ধি পাওয়ায় তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, সিস্টেম লস সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনতে হবে। তিনি আরও বলেন, সিস্টেম আপগ্রেডেশনের জন্য সবাইকে নিষ্ঠা ও সততার সাথে একযোগে কাজ করতে হবে। শিল্প প্রতিষ্ঠান ও আবাসিক পেন্ডিং আবেদনের বিপরীতে দ্রুত সংযোগ দেওয়ার নির্দেশ প্রদান করা হয়। তিনি আরও বলেন, সামনে পবিত্র ঈদ-উল-আযহা। এ কারণে গ্রাহককে দ্রুত সংযোগ এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দিতে হবে। এ জন্য লাইনম্যান এবং ওয়্যারিং ইন্সপেক্টরদের সচেতন করে তুলতে হবে। এছাড়া সংশ্লিষ্ট অভিযোগ কেন্দ্র সার্বক্ষণিক সচল রাখার নির্দেশ দেন তিনি। বাপবিবো চেয়ারম্যান আরও বলেন, বিদ্যুৎ বিলের এসএমএস সংক্রান্ত সমস্যা দ্রুত নিষ্পত্তি করে প্রতিষ্ঠানের ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে এবং আগামী ০৬-০৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ উপলক্ষে সকলকে প্রস্তুতি গ্রহণের আহবান জানান। সম্মেলনে বাপবিবোর্ডের সদস্য (অর্থ) জনাব মোঃ জয়নাল আবেদীন, সদস্য (ডিএন্ডডি) জনাব মোঃ মোস্তফা কামাল, সদস্য (পিএন্ডডি) জনাব মুঃ আবদুস সালাম এবং সদস্য (সমিতি ব্যবস্থাপনা) জনাব মোঃ মাহবুবুল বাশার সহ বাপবিবোর্ডের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।