Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১০ জুলাই ২০১৮

বৃহত্তর ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের ১৪ টি সমিতির সমন্বয়ে ময়মনসিংহ পবিস-২ এ পল্লী বিদ্যুৎ অনলাইন সংযোগ সিস্টেম-এর উপর কর্মশালা আয়োজন


প্রকাশন তারিখ : 2018-07-10

গত ৭ জুলাই ২০১৮খ্রিঃ তারিখ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আইসিটি পরিদপ্তরের রিসোর্স পার্সনদের পরিচালনায় ময়মনসিংহ পবিস-২ এ  পল্লী বিদ্যুৎ অনলাইন সংযোগ সিস্টেম-এর উপর একটি কর্মশালা আয়োজন করা হয়। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে  সদস্য (সমিতি ব্যাবস্থাপনা) , বিশেষ অতিথি হিসেবে পরিচালক (পবিস মনিটরিং ও ব্যাবস্থাপনা পরিচালন -কেন্দ্রীয় অঞ্চল) এবং প্রধান উপস্থাপক হিসেবে পরিচালক (আইসিটি) উপস্থিত ছিলেন। উক্ত কর্মশালায় বৃহত্তর ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের ১৪টি সমিতি (ময়মনসিংহ পবিস- ১/২/৩, গাজীপুর-১/২, শেরপুর, জামালপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, নরসিংদি-১/২, নারায়নগঞ্জ, নেত্রকোনা ) জেনারেল ম্যানেজারগণসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। কর্মশালায় অংশগ্রহণকারী ১৪টি সমিতির গ্রাহকগণ এখন থেকেই অনলাইন সংযোগ সিস্টেম-এর মাধ্যমে বিদ্যুৎ সংযোগ গ্রহণ করতে পারবেন। উল্লেখ্য সনাতন বিদ্যুৎ সংযোগ পদ্ধতিতে বিদ্যমান সমস্যাসমূহকে হ্রাস করে গ্রাহক হয়রানি বন্ধকরণ, মধ্যসত্বভোগীদের দৌরাত্ব দূরীভুতকরণ এবং সময় ও অর্থের সাশ্রয় করে সন্তোষজনক গ্রাহক সেবা প্রদানের নিমিত্তে বাপবিবোর নিজস্ব উদ্ভাবনী “পল্লী বিদ্যুৎ অনলাইন সংযোগ সিস্টেম” যা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নিজস্ব জনবল দ্বারা বাস্তবায়িত হচ্ছে। ইতোমধ্যে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি -১ ও ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এ পাইলটিং কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং ৩১টি পল্লী বিদ্যুৎ সমিতিতে রেপ্লিকেশন করা হয়েছে । অবশিষ্ট ৪৯ টি সমিতিতে আগস্ট ২০১৮ এর মধ্যে স্কেলআপ করার পরিকল্পনা নিয়ে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এগিয়ে চলেছে।