Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ August ২০১৯

বঙ্গবন্ধুর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আরইবি’তে দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান ও আলোচনা সভা এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2019-08-18

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গত ১৫ আগস্ট আরইবি’র চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন (অব:) এবং পাওয়ার সেল এর মহাপরিচালক জনাব মোহাম্মদ হোসাইন এর নেতৃত্বে বাপবিবোর্ডের বিপুল সংখ্যক কর্মকর্তা/কর্মচারীগণ ধানমন্ডির ৩২ নম্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন। 

এছাড়া অদ্য ১৮/০৮/২০১৯ খ্রিঃ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ক্রীড়া, সংস্কৃতি ও কল্যাণ পরিষদের (ক্রীসকপ) উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাপবিবো সদর দপ্তর ভবনে স্বেচ্ছায় রক্তদান ও মিলাদ মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন (অব:)। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সরকারের অতিরিক্ত সচিব ও বোর্ডের সদস্য (প্রশাসন) জনাব মোঃ আবুল কালাম শামসুদ্দীন, যুগ্ম সচিব ও সদস্য (অর্থ) জনাব মোঃ নাজমুছ সাদাত সেলিম, সদস্য (পরিকল্পনা ও উন্নয়ন) জনাব মুঃ আবদুস সালাম, সদস্য (বিতরণ ও পরিচালন) জনাব এস এম জাফর সাদেক, সদস্য (সমিতি ব্যবস্থাপনা) জনাব মোঃ ওমর ফারুক ভূইয়া প্রমূখ। এ সময় বাপবিবোর্ডের সকল পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এ দিকে বঙ্গবন্ধুর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সকাল ১০.০০ ঘটিকায় বাপবিবো সদর দপ্তরের ব্রিগেডিয়ার সবিহ্ উদ্দিন আহমেদ হলে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন করা হয়। রক্তদান কর্মসূচী উদ্বোধন করেন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন (অব:)। এ সময় তিনি বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির জন্য সারা জীবন রক্ত দিয়েছেন। আজ আমরা তাঁর শাহাদাৎ বার্ষিকীতে স্বেচ্ছায় রক্ত দিয়ে কিছুটা হলেও তাঁর ঋণ পরিশোধ করতে পারলাম। বাপবিবোর্ডের কর্মকর্তা/কর্মচারীগণ স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীতে অংশগ্রহণ করায় তিনি তাদেরকে ধন্যবাদ জানান। অপরদিকে গত ০৮ আগষ্ট “বঙ্গবন্ধু ও রক্তাক্ত ১৫ আগষ্ট”-এ প্রতিপাদ্যে শিশু ও কিশোরদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিপুল সংখ্যক শিশু/কিশোর অংশ গ্রহণ করে বঙ্গবন্ধুর জীবনালেখ্য ও জাতীয় শোক দিবসের ভয়াবহতা সম্পর্কে বিভিন্ন ধরনের চিত্রাঙ্কন উপহার দেয়। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তর ও প্রায় ৩৩৫টি সাব-জোনাল অফিসেও অভিন্ন কর্মসূচী পালন করা হয়। পল্লী বিদ্যুতের আওতায় সারাদেশে রক্তদান কর্মসূচীতে অভূতপূর্ব সাড়া পাওয়া যায়। যা বঙ্গবন্ধুর রক্তের ঋণ পরিশোধেরই বহিঃপ্রকাশ।
আলোচনা সভায় আরইবি চেয়ারম্যান বলেন, কিছু বিপথগামী সেনা সদস্য ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের হত্যা করে। তারা অন্তঃসত্ত্বা নারী ও বঙ্গবন্ধুর নিষ্পাপ শিশুপুত্র রাসেলকেও হত্যা করা থেকে বিরত থাকেনি। কিন্তু তারা বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করতে পারেনি। তিনি ১৫ আগস্টে নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন। 

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গত ১৫ আগস্ট আরইবি’র চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন (অব:) এবং পাওয়ার সেল এর মহাপরিচালক জনাব মোহাম্মদ হোসাইন এর নেতৃত্বে বাপবিবোর্ডের বিপুল সংখ্যক কর্মকর্তা/কর্মচারীগণ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন।