Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ ফেব্রুয়ারি ২০২৩

‘আরইবি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩’ অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2023-02-19

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) এর ক্রীড়া, সংস্কৃতি ও কল্যাণ পরিষদ (ক্রীসকপ) কর্তৃক আয়োজিত ‘আরইবি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩’ ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়, আশুলিয়া, ঢাকা এর মাঠে অনুষ্ঠিত হয়েছে। উক্ত টুর্নামেন্টে অংশগ্রহণের লক্ষ্যে ‘শতভাগ আরইবি’, ‘দুরন্ত আরইবি’ ‘অদম্য আরইবি’ ও ‘আলোকিত আরইবি’ নামে গঠিত ০৪ (চার) টি ক্রিকেট দল অংশগ্রহণ করে। প্রথম খেলায় ‘শতভাগ আরইবি’ ও ‘দুরন্ত আরইবি’ অংশগ্রহণ করে ‘দূরন্ত আরইবি’ ১৫ রানে জয়লাভ করে এবং দ্বিতীয় খেলায় ‘অদম্য আরইবি’ ও ‘আলোকিত আরইবি’ অংশগ্রহণ করে ‘অদম্য আরইবি’ ১০ উইকেটে জয়লাভ করে। ফাইনালে টান টান উত্তেজনায় ‘দুরন্ত আরইবি’ ‘অদম্য আরইবি’কে ০৬ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। উক্ত ক্রিকেট টুর্নামেন্টে সেরা ব্যাটসম্যান জনাব মাহমুদুল হাসান, সেরা বোলার জনাব মোঃ আনোয়ার হোসেন, ম্যান অফ দ্যা ফাইনাল জনাব তৌকির হোসাইন এবং ম্যান অফ দ্যা টুর্নামেন্ট জনাব আবু লাঈস মোঃ মাহমুদুর রহমান। ম্যাচ শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন আরইবি’র মাননীয় চেয়ারম্যান জনাব মোহাং সেলিম উদ্দিন মহোদয়। এ সময় উপস্থিত ছিলেন আরইবি’র সদস্য (অর্থ) জনাব দীপংকর বিশ্বাস, সদস্য (বিতরণ ও পরিচালন) জনাব দেবাশীষ চক্রবর্তী, প্রধান প্রকৌশলী (প্রকল্প) জনাব মোঃ আব্দুর রহিম মল্লিক, নিয়ন্ত্রক (অর্থ ও হিসাব) জনাব মোঃ হোসেন পাটোয়ারী ও বাপবিবো’র উর্ধ্বতন কর্মকর্তাসহ জনসংযোগ পরিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) গাজী জহিরুল ইসলাম ও উপ-পরিচালক (প্রশাসন) জনাব মোঃ শাহ্ আলম। এছাড়াও, অংশগ্রহণকারী ৪টি দলের টিম ম্যানেজার, আম্পায়ার ও খেলোয়ারদের মেডেল পরিয়ে দেয়া হয়।

‘আরইবি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩’ এর চ্যাম্পিয়ন ট্রফি হাতে বিজয়ী ‘দুরন্ত আরইবি’ দলের সাথে বাপবিবো’র মাননীয় চেয়ারম্যান মোহাং সেলিম উদ্দিনসহ

অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ