Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২nd August ২০১৭

জিএম সম্মেলন-২০১৭


প্রকাশন তারিখ : 2017-07-26

গত ১৪-১৫ জুলাই-২০১৭ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন  বোর্ডের ২০১৭-১৮ অর্থ বছরের জেনারেল ম্যানেজার (জিএম) সম্মেলন অনুষ্ঠিত হয়। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য বিষয় ছিল “শেখ হাসিনার দর্শন সেবক হিসেবে বিদ্যুতায়ন ”। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব নসরুল হামিদ এবং বিশেষ অতিথি হিসেবে বিদ্যুৎ বিভাগের মাননীয় সচিব ড. আহমদ কায়কাউস ও পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন বক্তব্য রাখেন। বাপবিবোর চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন সম্মেলনে যাবতীয় কার্যক্রমের উপর আর্থিক, কারিগরী ও ব্যবস্থাপনাগত বিষয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন। প্রধান অতিথির  বক্তব্যে  মাননীয় প্রতিমন্ত্রী  নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও গ্রাহক সেবার মান বৃদ্ধি করে যথাসময়ে বিদ্যুৎ সংযোগ পৌছে দেওয়ার উপর গুরুপ্ত আরোপ করেন। তিনি আরও বলেন দ্রুত শিল্প সংযোগ প্রদান করতে হবে ও ২৪ ঘণ্টা সেবা প্রদান করতে হবে। এছাড়া, তিনি গ্রাহক সংযোগ প্রদানে আরো স্বচ্ছতা গ্রহনের তাগিত দেন এবং ভবিষ্যতে প্রি-পেইড মিটার ব্যবহারের প্রতিশ্রুতি দেন।

বিস্তারিত দেখুন...