Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ মে ২০১৮

পল্লী বিদ্যুৎ অনলাইন সংযোগ সিস্টেম-এর সামগ্রিক কার্যক্রমের উপর কর্মশালা আয়োজন


প্রকাশন তারিখ : 2018-05-29

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মহোদয়ের নির্দেশক্রমে গত ২৫-২৬ মে ২০১৮খ্রিঃ তারিখ সদস্য (পিএন্ডডি) এবং প্রধান প্রকৌশলী (প ও প)-এর উপস্তিতিতে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এ পল্লী বিদ্যুৎ অনলাইন সংযোগ সিস্টেম-এর সামগ্রিক কার্যক্রমের উপর একটি কর্মশালা আয়োজন করা হয়। কর্মশালায় পল্লী বিদ্যুৎ অনলাইন সংযোগ সিস্টেম-এর সামগ্রিক কার্যক্রম সরেজমিন পরিদর্শনসহ সফল ভাবে বাস্তবায়নের প্রয়োজনীয় নির্দেশনা ও হাতে কলমে প্রশিক্ষন প্রদান করা হয়। উক্ত কর্মশালায় আশেপাশের ৫টি সমিতির (ঢাকা পবিস ১, ঢাকা পবিস ২, ঢাকা পবিস ৩, মুন্সিগঞ্জ পবিস এবং মানিকগঞ্জ পবিস) জেনারেল ম্যানেজারগণসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন এবং পল্লী বিদ্যুৎ অনলাইন সংযোগ সিস্টেমটি স্ব স্ব সমিতিতে অতিশীগ্রই বাস্তবায়নের অনুরোধ করেন। উল্লেখ্য পল্লী বিদ্যুৎ অনলাইন সংযোগ সিস্টেমটি বাপবেবোর নিজস্ব জনবল দ্বারা উন্নয়নকৃত একটি অত্যাধুনিক বিদ্যুৎ সংযোগ পদ্ধতি যা পাইলট প্রকল্প হিসেবে গত ১২ আগষ্ট ২০১৭ খ্রিঃ তারিখ হতে যশোর পবিস-১ এবং ১২ ফেব্রয়ারী ২০১৮খ্রিঃ তারিখ হতে ঢাকা পবিস-৪ এ সফল ভাবে চলমান আছে। গত ৯ মে ২০১৮খ্রিঃ তারিখ বিদ্যুৎ বিভাগ কর্তৃক আয়োজিত ইনোভেশন শোকেসিং-এ  পল্লী বিদ্যুৎ অনলাইন সংযোগ সিস্টেমটি রেপ্লিকেশনের সিদ্ধান্ত গৃহীত হয়। এরই ধারাবাহিকতায় পল্লী বিদ্যুৎ অনলাইন সংযোগ সিস্টেমটি পর্যায়ক্রমে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সকল পল্লী বিদ্যুৎ সমিতিতে বাস্তবায়নের সিদ্ধান্ত  গৃহীত হয়েছে।